আল্লাহর কাছে ক্ষমা চাই আমি তিনি পরম দয়ালু এবং ক্ষমাশীল : সাফা কবির

2403

বিনোদন প্রতিবেদক

সম্প্রতি পহেলা বৈশাখে এক রেডিও অনুষ্ঠানে অভিনেত্রী সাফা কবিরের ( পরকালে আমি বিশ্বাস করিনা, যেটা দেখিনা সেটা কখনো বিশ্বাস করিনা ) এমন করা মন্তব্য কে ঘিরে সোশ্যাল মিডিয়া সহ শোবিজ তারকাদের মধ্যেও চলছে আলোচনা সমালোচনার ঝড়।
তবে এবার তিনি তার ভেরিফাইড ফেসবুক পেইজে স্ট্যাটাস এর মাধ্যমে ক্ষমা চাইলেন। তিনি লিখেন,

আমি যদি কোন ভুল করে থাকি সেই ভুলের জন্য আমি পরম করুণাময়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। তিনি পরম দয়ালু এবং ক্ষমাশীল। তিনি নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন। আমি এবং আমার আল্লাহ জানে, কারো বিশ্বাসে আঘাত দেওয়ার জন্য কোন কথা আমি বলিনি। তবুও, আমার কোন কথায় যদি কারো মনে বা বিশ্বাসে আঘাত লেগে যায়, তার জন্য আমি দু:খিত এবং করজোড়ে ক্ষমাপ্রার্থী। তবুও যারা, আমার ফেসবুক প্রোফাইল হ্যাক করেছেন এবং আমাকে অত্যন্ত বাজে ভাষায় আক্রমণ করছেন তাদের বিচারের ভারও আমি আল্লাহর হাতে দিলাম। তিনি নিশ্চয়ই সবকিছু জানেন এবং দেখেন।- সাফা কবির ।

সাফা কবিরের সেই সমালোচিত ভিডিও