চলতি বছরই মুক্তি পাচ্ছে মাহফুজ-বুবলীর ছবি ‘প্রহেলিকা’

87

শোবিজ বাংলা প্রতিবেদক : জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরীর পরিচালনায় চলতি বছর মুক্তি পেতে যাচ্ছে মাহফুজ আহমেদ ও শবনম বুবলী জুটির প্রথম সিনেমা ‘প্রহেলিকা’। গতকাল শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে এই সিনেমাটির প্রথম গান ‘মেঘের নৌকা’ শুভ মুক্তি উপলক্ষে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘মেঘের নৌকা’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান ও কোনাল।

প্রহেলিকার কাহিনীর প্রসঙ্গ চয়নিকা চৌধুরি বলেন, প্রেম মানেই হচ্ছে না পাওয়ার অনুভূতি। আমাদের পুরো জীবনটাই রহস্যে ঘেরা, সম্পর্ক গুলো রহস্যে ঘেরা। আর প্রহেলিকা মানেই রহস্য, ধাঁধা। সত্যি বলতে চোখে যা দেখা যায়, আসলে তা দেখা নয়। অর্পা ও মনার প্রেম কাহিনীই হচ্ছে একটি প্রহেলিকা।

প্রহেলিকা আসলে কী, সেটা সিনেমা দেখার পর দর্শক জানবে। আমি জানি না। হলে গিয়ে দর্শক সিনেমাটা দেখে বলবে, প্রহেলিকাটা কী? সিনেমাটির সাফল্য নিয়ে আশা প্রকাশ করে নির্মাতা বলেন, মানুষ এখন কন্টেন্ট পছন্দ করে। প্রহেলিকাও দর্শকের পছন্দ হওয়ার মতো একটা কন্টেন্ট। পান্থ শাহরিয়ারের এই কন্টেন্ট নিয়ে আমরা দেড় বছরের বেশি সময় ধরে অনুশীলন করেছি। একটি সুন্দর কন্টেন্টের পেছনে যখন এত শ্রম দেওয়া হয়, সে কন্টেন্ট মানুষের পছন্দ না হওয়ার সুযোগ থাকে না। দর্শক যেহেতু গল্প পছন্দ করে; আমার বিশ্বাস দর্শক হলে গিয়ে প্রহেলিকা দেখবে এবং পছন্দ করবে।”ছবির কাজ প্রায় শেষ। আগামী ঈদে মুক্তির চিন্তাভাবনা থাকলেও দিনক্ষণ এখনও চূড়ান্ত করেননি বলে জানান এই নির্মাতা।

চিত্রনায়িকা শবনম বুবলি বলেন, মাহফুজ ভাই আমার সহশিল্পী হবেন এটা শুনেই কাজটা করার জন্য রাজি হয়ে যাই। তবে একটু ভয়ও ছিল। তিনি খুবই যত্ন নিয়ে কাজ করেন। আমার কাজ পছন্দ হবে কি না এসব নিয়ে ভয় ভয় লাগছিল। তবে শুটিংয়ে গিয়ে দেখলাম ভাইয়া অনেক সহজ একজন মানুষ। খুব দ্রুতই সহশিল্পীর ভেতরকার জড়তা কাটিয়ে দিতে পারেন।

মাহফুজ আহমেদ বলেন, বুবলিকে খুবই পাংচুয়াল আর্টিস্ট হিসেবে পেয়েছি। তার ভেতরে কোনো জড়তা পাইনি। অভিনয়ে নিয়মিত হবেন কি না জানতে চাইলে মাহফুজ বলেন, “চার বছর আমি প্রহেলিকার জন্য অপেক্ষা করেছি। এমন একটা গল্প পেলে ব্যক্তি মাহফুজ শিল্পী মাহফুজকে কাজটা করার জন্য তাড়না দিতে থাকে। আবার যদি প্রহেলিকার মতো গল্প পাই, আবার যদি ব্যক্তি মাহফুজ শিল্পী মাহফুজকে তাড়া করতে থাকে তাহলে অবশ্যই ক্যামেরার সামনে দাঁড়াব।

পান্থ শাহরিয়ারের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে ছবিটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।মাহফুজ-বুবলী ছাড়াও এতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামান সহ অনেকে।