শোবিজ বাংলা ডেস্ক : সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং হলো ঈদের বিশেষ নাটক “পনের দিনের ছুটি” এর।
পারভেজ ইমাম’র রচনা ও সানজিদ খান প্রিন্স এর পরিচালনায় “পনের দিনের ছুটি” নাটক টিতে অভিনয় করেছেন- উর্মিলা শ্রাবন্তী কর, আহসান হাবীব নাসিম, কাজী সাইফুল ও তানভীর মাসুদ সহ আরো অনেকে।
এস জে মোশন পিকচার্স প্রযোজিত “পনের দিনের ছুটি” নাটক টি একটি ভিন্ন ধারার গল্প যেখানে বিনোদনের পাশাপাশি সামাজিক মুল্যবোধের দৃশ্যপট ও রয়েছে। “পনের দিনের ছুটি” নাটক টির নির্মান সম্পর্কে জানতে চাইলে পরিচালক- সানজিদ খান প্রিন্স বলেন- উর্মিলা ও নাসিম ভাই সহ অন্যান্য শিল্পী কলাকূশলীরা যেমন তাদের সর্বোচ্চ শ্রম ও মেধা খাটিয়েছেন তেমনি আমরাও সর্বোচ্চ টেকনিক্যাল এরেঞ্জমেন্ট রাখার চেষ্টা করেছি যার মুল্যায়ন টা প্রিয় দর্শক রাই করবেন বলে আশাকরি।
এডিট ও কালার গ্রেডিং সহ অন্য সব কার্যাদি যথাসময়ে সম্পাদন করা গেলে “পনের দিনের ছুটি” নাটক টি একটি বেসরকারি টিভি চ্যানেল এর আগামী ঈদুল আযহা’য় প্রচার হবে বলে জানান- নির্মাতা সানজিদ খান প্রিন্স।