উষ্ণতা ছড়ানো লুকের ছবি প্রসঙ্গে নিপুণ

61

শোবিজ বাংলা প্রতিবেদক : দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া জনপ্রিয় চিত্রতারকা ও মডেল নিপুণ ১৬ বছরের শোবিজ ক্যারিয়ারে প্রথমবারের মতো হট অবতারে ধরা দিয়েছেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক এই তারকা অনেকটা ওজন কমিয়ে এই হট লুকের ফটোসেশনে অংশ নিয়েছেন। এই ফটোশুটে তিনি ধরা দিয়েছেন বোল্ড লুকে। সেই লুকের মাত্র দুটি ছবি তিন দিন আগে নিজের ফেসবুকে পোস্ট করেছেন। ছবি দুটি নিপুণ নিজের ফেসবুক আইডি’র প্রোফাইল ও কাভার ফটোতে রেখেছেন। কিন্তু এর আগেই হঠাৎই উষ্ণতা ছড়ানো তার সেই ছবি দুটি নেট দুনিয়ায় রীতিমত ভাইরাল!

ছবি দুটি ভাইরাল হওয়ার পর প্রথমবার নিপুণের আবেদনময়ী এমন লুক দেখে বিস্মিত তার দর্শক – ভক্ত – শুভাকাঙ্ক্ষীরা! এই বিষয়ে নিপুণ নিজেও অবাক। তিনি বলেন, আমি ভেবেছিলাম – ছবি দুটি ভাইরাল হবে, আলোচনায় আসবে। কিন্তু সেটা যে এতো দ্রুত কিম্বা এতোটা ব্যাপক হবে – এমনটা পারিনি। আমার এমন লুকের ছবি যে নেটিজনরা পছন্দ করেছেন – তাতে আমি অনেকটাই খুশি হয়েছি। কারণ, আমি একটু টেনশনে ছিলাম এই ভেবে যে, সবাই বিষয়টা কোনভাবে নেয়। তাছাড়া এমন ধাঁচের ফটোশুট এবারই প্রথম করলাম।

কথায় কথায় নিপুণের কাছে জানতে চাওয়া হয়েছিল তার উষ্ণতা ছড়ানো এমন লুকের গোপন রহস্য সম্পর্কে ? নিপুণ বলেন, মাসখানেক আগে কলকাতায় এই ফটোশুট করেছিলাম। ওখানকার একটি চলচ্চিত্রের জন্য স্ক্রিন টেস্ট দিয়েছি। তখন ওখানকার নির্মাতার পরিচালনায় ক্যারেক্টার অনুযায়ী শুট করেছিলাম।

নিপুণ ফটোশুটের কথা বললেও কোন নির্মাতার বা কোন ছবিতে অভিনয় করছেন, সেটা নিয়ে কিছু বলেননি। শুধু বলেন, এই ছবি দুটি তখনকার। কী ছবিতে অভিনয় করবো, এটা এখন বলতে পারবো না। নির্মাতার দিক থেকে নিষেধ আছে। এটা তাই সারপ্রাইজ হিসেবে থাকুক। কিছুদিনের মধ্যে সবাইকে জানাবো। নিপুণ আরও বলেন, নিজের কাছে দেখতে ভালো লাগছিল বলেই এই ছবি দুটি পোস্ট দিয়েছি।

উল্লেখ্য, দুয়েকজন নিপুণের এমন আবেদনময়ী ছবি দেখে সমালোচনা করলেও তিনি সেটা পাত্তা দেইচ্ছেন না। এই প্রসঙ্গে তিনি বলেন, শিল্পী সমিতির নির্বাচন ঘিরে অনেক সমলোচনা শুনতে হয়েছে। এখনও ছোটখাটো সমালোচনা আমাকে নিয়ে হয়, কিন্তু আমি সেগুলো ওভাবে পাত্তা দেই না। ব্যক্তিগতভাবে আমি বলবো – ছবিগুলো কিন্তু আমার কাছেও ভালো লেগেছে।