শোবিজ বাংলা প্রতিবেদক : নতুন চলচ্চিত্রের কাজ শুরু করেছেন পরিচালক ও প্রযোজক মো. ইকবাল। হরর-অ্যাকশন ধাঁচের সিনেমাটি নাম ‘ডেডবডি’ মূলত একটি প্রেমের গল্পকে কেন্দ্র করে নির্মিত হবে। এরই মধ্যে সিনেমার শুটিংয়ে অংশ নেয়ার জন্য কলকাতা থেকে বাংলাদেশে এসে পৌঁছেছেন অন্বেষা।
তারকাবহুল এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক ওমর সানি, জিয়াউল রোশান, শ্যামল মাওলা, রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি ও মিষ্টি জাহান প্রমুখ।
এতে চিত্রনায়ক জিয়াউল রোশানের বিপরীতে দেখা যাবে কলকাতার মডেল-অভিনেত্রী অন্বেষা রায় অ্যানি কে।
রবিবার ৮ অক্টোবর রাতে এফডিসিতে এই সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। এ সময় সিনেমার সকল কলাকুশলী ছাড়াও উপস্থিত ছিলেন প্রযোজক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু, সাধারণ সম্পাদক সামসুল আলম, প্রযোজক ও ফিল্ম ক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া লিপু, প্রযোজক, পরিবেশক, পরিচালক ও অভিনেতা নাদের খানসহ অনেকে।
নতুন এ সিনেমা প্রসঙ্গে ওমর সানি বলেন, পরিচালক ইকবাল হঠাৎই একদিন আমার রেস্টুরেন্টে আসে। শোনাতে শুরু করে তার সিনেমার গল্প। আমি প্রথমে গল্প শুনতে চাইনি। কিন্তু যখন ইকবাল বললো, ‘ডেডবডি’ সিনেমার গল্প ভীষণ ভালো। তখন সিনেমার নাম শুনেই চিৎকার দিয়ে উঠি। গল্পটা আসলেই দারুণ। তাই কাজ করতে রাজি হয়েছি।
ওমর সানী কথার রেশ ধরে ইকবাল বলেন, ‘‘আমি তো প্রায় ঈদেই আসি। গত ঈদে অনন্ত-বর্ষাকে নিয়ে আমার ‘কিলহিম’ এসেছিল। বন্ধু ওমর সানী বলেছেন, ‘ডেডবডি’ সিনেমাটি ঈদে আনতে। কথা দিলাম, আগামী ঈদেও নতুন এই সিনেমা নিয়ে আসব। আসছে রোজার ঈদে স্টার সিনেপ্লেক্সসহ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ডেডবডি।’’