শোবিজ বাংলা প্রতিবেদক : জনপ্রিয় চিত্রতারকা নিপুণ অভিনয় ক্যারিয়ারের দ্বিতীয় ওয়েব ফিল্ম নিয়ে আবারও নিজের অগণিত দর্শক – ভক্তের মাঝে আসছেন। ২৯ আগস্ট (মঙ্গলবার) তার অভিনীত ‘অপলাপ’ ওয়েব ফিল্মটি রিলিজ হচ্ছে। এটি ওটিটি প্ল্যাটর্ফম দীপ্ত প্লেতে আসছে বলে নিপুণ জানান। এর আগে এই জনপ্রিয় মডেল – অভিনেত্রী ‘গার্ডেন গেমস’ নামের আরেকটি ওয়েব ফিল্মে চিত্রতারকা রিয়াজের সঙ্গে অভিনয় করেছিলেন। অপলাপ মুক্তির আগে নিপুণের সঙ্গে কথা বলেছেন এই প্রতিবেদক।
নিপুণ জানান, এই ওয়েব ফিল্মের গল্পটি ক্রাইম থ্রিলার ধাঁচের। এটির গল্প সম্পর্কে তিনি জানান, সাইক্রিয়াটিস্ট অর্ক রহমানকে গ্রেফতার করা হয় স্ত্রী সুমিকে খুনের অপরাধে। পুলিশের জিজ্ঞাসাবাদে অকপটে খুনের দায় স্বীকার করে নেয় অর্ক। মামলা চলে যায় আদালতে। অর্ক’র সেক্রেটারি বর্ষার বিশ্বাস, অর্ক খুনটা করেনি। সাহায্যের আশায় বর্ষা গিয়ে শরণাপন্ন হয় অর্ক’র বাল্যবন্ধু ডিবি অফিসার এডিসি সাইফ হাসানের। সাইফ কি পারবে বন্ধুকে বাঁচাতে ? পারবে কি সত্যটা বের করতে ?
নিপুণ জানান, এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘অপলাপ’। এটি রচনা করেছে নাজিম উদ দৌলা। নির্মাণ করেছেন তরুণ নির্মাতা মোহাম্মদ আলী মুন্না। এটির বিভিন্ন চরিত্রে নিপুণ ছাড়াও অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, জিয়াউল রোশান, প্রিয়ন্তী উর্বীসহ অনেকে। ওয়েব ফিল্মটি নিয়ে নিপুণ বলেন, অসাধারণ একটি গল্পে দুর্দান্ত একটি ওয়েব ফিল্ম হয়েছে অপলাপ। নির্মাতা মুন্না ভাই অনেক পরিশ্রম আর যত্ন নিয়ে এটি নির্মাণ করেছেন। আমার বিশ্বাস – এটি দর্শকদের কাছে ভালো লাগবে। দারুন গল্প আর আমার অভিনীত চরিত্রটির কারণেই আবারও আমার ওয়েব ফিল্মে অভিনয় করা।
নির্মাতা মোহাম্মদ আলী মুন্না বলেন, এটি মূলত ফ্যামিলি ক্রাইম থ্রিলার। সুস্বাদু ফলকে যেমন ফলের পোকা নষ্ট করে দেয়, তেমনি সন্দেহ ভালোবাসাকে ঘৃণায় রূপান্তরিত করে। এই রূপান্তর প্রক্রিয়া আমাদের সাবলাইম টার্গেট, যেনো দর্শক সন্দেহবাতিকতার ভয়াবহতা ব্যাপারে সচেতন হতে পারে। হারিয়ে ফেলার আগেই যেনো নিজেদের অমূল্য ভালোবাসার প্রতি যত্নশীল হতে পারে।