বিনোদন প্রতিবেদক
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। নিজের রুপ এবং অভিনয়ের মাধ্যমে লাখো ভক্তের মন জয় করে নিয়েছেন এই অভিনেত্রী। তবে এবার তার একটি কথায় আলোচনা সমালোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়।
সাফা কবির বেসকারকারি একটি রেডিও স্টেশনে আরজে হিসেবে ‘লাভসট্রাক’ নামের একটি অনুষ্ঠান সঞ্চালনা করেন, পহেলা বৈশাখে অনুষ্ঠানের এক পর্যায়ে সাফা কবিরকে এক ভক্ত মেসেজ করেন, আপনি পরকালে বিশ্বাস করেন ? করলে আপনার লাইফস্টাইল চলাফেরা এমন হতো না।
সাফা সেই অনুষ্ঠানে তখন দাবি করেন, তিনি পরকালে বিশ্বাস করেন না।
উত্তরে তিনি বলেন, ‘আমি একদমই পরকালে বিশ্বাস করি না। সত্যিকার অর্থে আমি যেটা দেখিনা। সেটা কখনো বিশ্বাস করিনা। ’ এরপরই ভিডিও’টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। (ভিডিও)