বাংলাদেশের ভক্তদের জন্য বাংলায় স্ট্যাটাস দিলেন ‘মেসি’

472

শোবিজ ডেস্ক

বাংলাদেশের প্রায় প্রতিটি উৎসবেই শুভেচ্ছা বার্তা পাঠায় লা লিগা বা বার্সেলোনা। কখনও সেটি বাংলায়, আবার কখনও ইংরেজিতে।এবার বাংলাদেশের ভক্তদের চমকে দিলেন বার্সা প্রাণভোমরা লিওনেল মেসি। বাংলায় স্ট্যাটাস দিয়েছেন তিনি। তাতে বেজে উঠেছে বিষাদের সুর।
গেল বুধবার রাতে মেসি নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়েছেন । সেখানে বার্সার প্রয়াত কোচ টিটো ভিলানোভার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে মেসি বাংলায় লিখেছেন- সবসময় আমাদের সাথে।- LIO

স্ট্যাটাসে বাংলা ছাড়াও স্প্যানিশ ও ইংরেজিতে একই কথা লিখেন এই তারকা ফুটবলার।