বিরতি ভাঙলেন মারিয়া

267

শোবিজ বাংলা ডেস্ক: দেশের ফ্যাশন আইকন ও ইন্ডাস্ট্রির অন্যতম আকর্ষণীয় মডেল মারিয়া কিসপট্টা। মডেলিংয়ে যেমন সিদ্ধহস্ত উপস্থাপনায়ও তেমন তার জুড়ি মেলা ভার। প্রায় পাঁচ বছর আগে ক্রিকেট শো উপস্থাপনা করেছিলেন তিনি। এত বছর পর ফের প্রিয় শো নিয়ে ফিরেছেন তিনি। ভেঙেছেন বিরতি। জিটিভির ‘মিড ক্রিকেট’ শো উপস্থাপনায় দেখা গেছে তাকে।

মারিয়া জানান, মাঝে ব্যস্ততা ও অন্যান্য কারণে ক্রিকেট শো করা হয়নি। যদিও ক্রিকেট শো আমার পছন্দের জায়গা। আগে টি-২০ ও ওয়ানডে ক্রিকেট শো করেছি। এবারই প্রথম টেস্ট ক্রিকেট শো করলাম।

মারিয়া আরও জানান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রথম টেস্ট চলাকালীন এ শো হয়। দর্শকের ভালো সাড়া পেয়েছি। ক্রিকেট শো নিয়ে ফিরতে পেরে ভালো লাগছে।

প্রসঙ্গত, একুশে টেলিভিশনে ‘রূপ লাবণ্য’ শীর্ষক একটি শো উপস্থাপনা করছেন মারিয়া। গ্রুমিং স্কুল ‘জেনেসিস’ পরিচালনাও করছেন তিনি।