শ্রাবন্তীর তৃতীয় বিয়ে হচ্ছে আজ স্বামী রোশনের বাড়িতে

425

বিনোদন প্রতিবেদক

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী আবারো বিয়ের পিঁড়িতে বসছেন। শ্রাবন্তীর স্বামীর নাম রোশন সিং, পেশায় তিনি একজন কেবিন ক্রু। এক বছর প্রেমের সম্পর্কের পর গত সোমবার (১৫ এপ্রিল) পরিবারের কাছের সদস্যদের নিয়ে কলকাতার একটি রেস্তোরাঁয় বাগদান সম্পূর্ণ করেছেন তাঁরা।


ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানা গেছে আজ শনিবার (২০ এপ্রিল) অনেকটা গোপনীয়তা রক্ষা করে বিয়ের পিঁড়িতে বসছেন শ্রাবন্তী। তবে কলকাতায় নয়, জানা গেছে রোশনের আদি বাড়ি চণ্ডীগড়েই বিয়ে করেছেন শ্রাবন্তী ও রোশন।

সেখানেই রাতে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসবেন এ নায়িকা। উল্লেখ্য, এরআগে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে শ্রাবন্তীর প্রথম বিয়ে হয় ২০০৩ সালে। রাজীব বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পরে শ্রাবন্তীর সম্পর্ক হয় মডেল কৃষ্ণ ভিরাজের সঙ্গে। কিন্তু বিয়ের কিছু দিনের মধ্যেই শুরু হয় তাদের সংসারে মনোমালিন্য। এরপর গত জানুয়ারিতে কৃষ্ণ’র সঙ্গেও বিচ্ছেদ হয় শ্রাবন্তীর।