‘সাজ্জাদ-শাহতাজ’ কে নিয়ে সানজিদ এর “প্রতিচ্ছবি”

534

শোবিজ বাংলা ডেস্ক : আসন্ন ভ্যালেন্টাইন্স ডে কে সামনে রেখে নির্মিত হলো বিশেষ নাটক “প্রতিচ্ছবি” এটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও পরিচালনা করেছেন- সানজিদ খান প্রিন্স। সম্প্রতি ঢাকার উত্তরা’র বিভিন্ন লোকেশানে শুটিং সম্পন্ন হলো নাটক টির।সম্পুর্ন ট্রেন্ডি ঘারানার গল্প প্রতিচ্ছবি এর নির্মাতা সানজিদ খান প্রিন্স মনে করেন- সাজ্জাদ-শাহতাজ জুটির অন্য কাজ গুলোর মধ্যে এই গল্পটি একটু ভিন্ন ধরনের, এই গল্পের পরতে পরতে রয়েছে বেশ কিছু সুইট লাভ মোমেন্ট যা প্রেমিক হৃদয়ের দর্শকদের মন কে আন্দোলিত করবে।

জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন- সানজিদ খান প্রিন্স ভাই এর সাথে এটা আমার প্রথম কাজ হলেও আমাদের মধ্যে শৈল্পিক বোঝা পড়ার কোন ঘাটতি ছিলনা, নির্মাতা ও তার কর্মতৎপর টিমের দুর্দান্ত পারফর্মেন্সে আমি সত্যিই মুগ্ধ। আগামী তে প্রিন্স ভাই এর সাথে আরও অনেক ভালো ভালো কাজ হবে এবং আমার প্রিয় দর্শক রাও অনেক সুন্দর সুন্দর গল্প দেখে মুগ্ধ হবেন আশাকরি।

মডেল ও অভিনেত্রী- শাহতাজ মুনিরা হাসেম বলেন- প্রতিচ্ছবি ইজ এ ভেরি নাইস লাভ স্টোরি, এই প্রোডাকশন টিমের প্রত্যেক টিম মেম্বার অনেক ভালোবেশে, পরিশ্রম করে, মনোযোগ সহকারে কাজ টি করেছি, আশাকরি আমার প্রিয় দর্শক রা প্রতিচ্ছবি নাটক টি দেখে বিনোদিত হবেন।

স্বপ্নঘুড়ি এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘প্রতিচ্ছবি’ নাটকে ইরফান সাজ্জাদ, শাহতাজ মুনিরা হাসেম ছাড়াও আরও অভিনয় করেছেন- মৌ শিখা, মৌমি শেখ, কবির টুটুল, হেলাল উদ্দিন পারভেজ, তানভীর তপু, সুরাইয়া তাসনিম প্রমুখ।