সানজিদ’এর ‘শর্টকাট লাভ স্টোরি’ এটিএন বাংলায়

437

শোবিজ বাংলা ডেস্ক : এটিএন বাংলায় আগামী ১১ ই আগস্ট শুক্রবার রাত ৮ টা ৫০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক “শর্টকাট লাভ স্টোরি। এটি রচনা করেছেন মেজবা উদ্দিন সুমন ও পরিচালনা করেছেন সানজিদ খান প্রিন্স। তৌসিফ-তটিনী জুটি কে নিয়ে নির্মিত বিশেষ নাটক শর্টকাট লাভ স্টোরি এটিএন বাংলা’র দর্শক দের মন জয় করতে পারবে বলে বিস্বাস নির্মাতা সানজিদ খান প্রিন্স এর। মেজবা উদ্দিন সুমন রচিত ও সানজিদ খান প্রিন্স পরিচালিত শর্টকাট লাভ স্টোরি নাটক টি এটিএন বাংলা টিভি চ্যানেল এর পাশাপাশি ‘গানেরডালি ড্রামা’ ইউটিউব চ্যানেলেও দেখা যাবে নিয়মিত ভাবে। স্বপ্নঘুড়ি ও ক্রিয়েশন ইনফিনিটি প্রযোজিত ‘শর্টকাট লাভ স্টোরি’ নাটকে- তৌসিফ, তটিনী ছাড়াও আরও অভিনয় করেছেন আনন্দ খালেদ, আজম খান, মৌ শিখা, শারমিন শর্মী প্রমুখ।