বিনোদন ডেস্ক
শোবিজ অঙ্গনের তরুণ নির্মাতাদের হাতে থাকে নতুনত্ব | নতুনরা চেষ্টা করে বরাবর ভালো কিছু উপহার দেওয়ার দর্শকদের | এবার তারই ধারাবাহিকতায় তরুণ নির্মাতার প্রয়াসে যৌথভাবে নিৰ্মিত হয়েছে ‘ভালোবাসার প্রিয়তি ‘ শিরোনামে ১৪ মিনিট ব্যাপ্তির একটি শর্টফিল্ম | ‘ভালোবাসার প্রিয়তি ‘ নির্মাণ করেছেন যৌথভাবে সারপিন খান এবং মতিউর রহমান মতি | এবং কাহিনী সংলাপ চিত্রনাট্য করেছেন সারপিন খান নিজেই | গতকাল সকালে এসকে বাংলা শর্ট ফিল্মস (SK BANGLA SHORT FILMS) এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে শর্টফিল্মটি অবমুক্ত করা হয় | এবং অবমুক্ত হওয়ার পর থেকে বেশ আলোচনা -সমালোচনা শুরু হয় |
‘একটি হয়ে না ওঠা প্রেম তার কষ্ট, না পাওয়ার যন্ত্রনা না বোঝার ব্যাথা ,এবং শেষ পরিণীতি মৃত্যু ‘- ভালোবাসার প্রিয়তি ‘তে ,তা স্পস্ট বুঝিয়েছেন নির্মাতা |
শর্টফিল্মটির ব্যাপারে কথা হয় নির্মাতা সারপিন খানের সাথে তিনি জানান – আমি খুব যত্নসহকারে নির্মাণ করেছি ‘ভালোবাসার প্রিয়তি’ | আমি শুরু করলাম যাত্রা মাত্র | এরপরে নাটক টেলিফিল্ম এবং সিনেমা করারও ইচ্ছা আছে |
আমি আশা করেছি ‘ভালোবাসার প্রিয়তি’-টা দর্শকদের ভালো লাগবে | কেননা এইটা গতানুগতিক গল্পের বাহিরে একটা ছবি | আমি এ-গল্পটা নিয়ে অনেকদিন ভেবেই সিদ্ধান্ত নিয়েছি এটাকে পূর্ণরূপ দেব বলে |
সহনির্মাতা মতিউর রহমান মতি বলেন – ভালো একটা গল্প আছে | এবং ভালো ভালো স্থানে শুট করেছি অভিনেতা অভিনেত্রীরা ভালো করেছেন | এবং ‘ভালোবাসার প্রিয়তি’ অবমুক্ত হওয়ার পর থেকে এফডিসিতে অনেকেই বলেছেন কাজটা দারুন হয়েছে | তাছাড়া এফবিতে ও চ্যানেল থেকে ভালো সাড়া পাচ্ছি | নতুন হিসাবে চেষ্টা করেছি ভালো করার | সামনে আরো ভালো কিছু করার চেষ্টা থাকবে |
উল্লেখ্য, ‘ভালোবাসার প্রিয়তি ‘ শর্টফিল্মে অভিনয় করেছেন অভি রহমান ,সোনিয়া চৌধুরী লাজুক এবং রাঙা বাবুসহ অনেকেই।
(ভিডিও)