শোবিজ বাংলা ডেস্ক : বিজ্ঞাপন নির্মাতা আকাশ আমিন কিছুটা বিরতির পর ফের শোবিজে সরব হলেন। তবে এবার বিজ্ঞাপনে আটকে না থেকে তাকে দেখা গেলো ওয়েব ফিল্মে। সম্প্রতি তিনি নির্মাণ করলেন ‘লাশ’ শিরোনামের একটি ওয়েব ফিল্ম।
কয়েকজন ডোমের উচ্চ বিলাসিতার কারণে ভয়ংকর অপরাধের সাথে জড়িয়ে পরা নিয়ে একটি সম্পুর্ণ ব্যাতিক্রমী গল্প এটি। তা নিয়েই চিত্রায়িত হলো লাশ ওয়েব ফিল্মটি।
এ প্রসঙ্গে পরিচালক আকাশ আমিন বলেন লাশ ওয়েব ফিল্মটিতে রোমান্স, প্রতি মুর্হুতে উত্তেজনা, অ্যাকশন, হাসি কান্না দর্শক সবকিছু এক সাথে পাবে। সবচেয়ে বড় কথা মানুষের হৃদয়ে দাগ কেটে যাবে এবং দীর্ঘদিন সেই দাগ লেগে থাকবে। বর্তমানে চলছে ওয়েব ফিল্মটির সম্পাদনার কাজ। খুব শিগগিরই অন্তর্জালে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি।
কাজী সবুজের চিত্রনাট্যে আকাশ আমিনের পরিচালনায় এতে অভিনয় করেছেন চিত্রনায়িকা সারা জেরিন, চিত্রনায়ক আফফান মিতুল, শিমুল মাহমুদ, রিয়া, সুমন আহমেদসহ আরো অনেকেই। লাশ ওয়েব ফিল্মটির ক্যামেরায় ছিলেন আরাফাত। এই ওয়েব ফিল্মে প্রথমবার আফফান মিতুল ‘ডোম’ চরিত্রে অভিনয় করলেন। চরিত্রের প্রয়োজনে বেশকিছু সাহসী দৃশ্যে অভিনয় করতে হয়েছে ‘ময়না’ সিনেমা খ্যাত নায়ক আফফান মিতুলকে।