শোবিজ বাংলা ডেস্ক : জনপ্রিয় বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘অপো’ পবিত্র এ রমজান মাসে গ্রাহকদের জন্য বিশেষ ‘ঈদ মেগা গিফট ক্যাম্পেইন’ ঘোষণা করেছে। ১৩ মার্চ থেকে শুরু হয়ে সারাদেশে অপোর আউটলেটগুলোতে বিশেষ এই ক্যাম্পেইন চলবে ঈদের দিন পর্যন্ত। এবং এই ক্যাম্পেইনের মাধ্যমে ক্রেতারা তাদের চাহিদা উপযোগী দারুণ সব ডিল ও অফার উপভোগ করতে পারবেন।
এছাড়াও- অপো সকল ক্রেতার জন্যই বিশেষ ও নিশ্চিত উপহারের ঘোষণা দিয়েছে; যাতে করে সবাই এই আনন্দের ভাগিদার হতে পারেন। নির্দিষ্ট কিছু মডেল এর স্মার্টেফোন কিনেও গ্রাহকরা উপহারের ভাগিদার হতে পারবেন, যেমন- ‘রেনো১২এফ’ এর সঙ্গে বিশেষ হুডি, ‘রেনো১৩এফ’ এর সঙ্গে বিশেষ ব্যাগ এবং নতুন বাজারে আসা ‘এ৫ প্রো’ এর সঙ্গে ‘অপো সুপার শিল্ড কার্ড’ পাবেন তারা।
এ ক্যাম্পেইন সম্পর্কে আরো বিস্তারিত জানতে, ক্রেতাদের নিকটস্থ অপো আউটলেট পরিদর্শনের জন্য অনুরোধ করা হচ্ছে।
আকর্ষণীয় ঈদ অফার ও অন্যান্য তথ্যের জন্য ভিজিট করুন অপো বাংলাদেশ এর অফিসিয়াল ফেসবুক পেজ- https://www.facebook.com/OPPOBangladesh এবং ওয়েবসাইট https://www.oppo.com/bd/