শোবিজ বাংলা প্রতিবেদক : দেশের সঙ্গীতাঙ্গনের এক আলোচিত নাম আঁখি আলমগীর। স্টেজ শো’তে এখনো অপ্রতিদ্বন্দ্বী তিনি। মঙ্গলবার ৭ জানুয়ারি ছিলো এই গায়িকার জন্মদিন। তবে এবারের জন্মদিন উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হলেন এই গায়িকা।
বুধবার (৮ই জানুয়ারি) রাতে রাজধানীর এক রেস্তোরাঁয় জমকালো আয়োজনে ‘রঙ্গন মিউজিক’ ব্যানারে, তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পেল আঁখি আলমগীরের নতুন গানটি। গানটির শিরোনাম ‘জানের জান’। গানটির কথা লিখেছেন রঙ্গন মিউজিকের কর্ণধার জামাল হোসেন এইং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন পুণম মিত্র।
আঁখি আলমগীর বলেন, ‘জানের জান’ গানটা দেখে মনে হতে পারে এটা একটা আইটেম গান তবে এটা একটা রোম্যান্টিক গান। মঞ্চে নাচার মতন একটি গান। আমি রঙ্গন মিউজিকের সঙ্গে যুক্ত হতে পেরে আসলেই গর্ববোধ করছি।
গানটির মডেল হয়েছেন নবাগত অভিনেতা শিশির সরদার ও অভিনেত্রী অলংকার চৌধুরী। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা এবং ড্যান্স কোরিওগ্রাফি করেছেন বেলাল ও হিরা।
গানটি প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঙ্গন মিউজিকের কর্ণধার জামাল হোসেন, নকীব খান, সালমা, মুহিন, রাশেদ, মেহেদী সোহেল, সাফা কবির, চায়নিকা চৌধুরী, অরুন চৌধুরী, বাধন সরকার পূজা, তিথি কবির সহ আরও অনেকে।