মিরর গ্রুপের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শোবিজ বাংলা ডেস্ক : রাজধানী বনানীর অভিজাত একটি রেস্টুরেন্টে মিরর গ্রুপের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন অনুষ্ঠিত হয়। রবিবার ১৬ মার্চ মিরর গ্রুপ আয়োজিত উক্ত ইফতার ও দোয়া মাহফিলে মিরর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইন্জিনিয়ার জাহাঙ্গীর হোসেনের আমন্ত্রণে উপস্থিত ছিলেন মিরোর গ্রুপের সম্মানিত চেয়ারম্যান খন্দকার নাজনীন আক্তার, সাংবাদিক ফেডারেল ইউনিয়নের টেইজারার খায়রুজ্জামান কামাল ও মিরর গ্রুপের সকল কর্মকর্তা এবং গ্রাহকগণ সহ আরও উপস্থিত ছিলেন ইউনাইডেট গ্রুপ, আমীন মোহাম্মদ গ্রুপ, কনকর্ড গ্রুপ, এসিআই, কাই গ্রুপ, স্ট্যান্ডার গ্রুপ, ইছামতি ইন্টারন্যাশনাল, ফেন্সি ট্রাভেল ও আকিজ গ্রুপের কর্মকর্তাগণ সহ কবি ও দার্শনিক জ্যাক ডেনভার, চলচিত্র পরিচালক অলিক পিহান, মডেল ও অভিনেতা দেলোয়ার উদ্দিন এবং স্থপতি প্রকৌশলী, ডাক্তার, আইনজীবী, ব্যাংকার, ব্যবসায়ী ও অন্যান্য গণমাধ্যম কর্মীগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন: কনসোলার. জ্যাক ডেনভার।

ইন্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন স্বাগত বক্তব্যে উপস্থিত অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।