শর্মীলার কিউজি শাড়িজে ২০ শতাংশ ছাড়

789

শোবিজ বাংলা ডেস্ক: এ সময়ের লাস্যময়ী উদ্যোক্তা শর্মীলা। নিজ উদ্যোগে গড়ে তুলেছেন কিউজি শাড়িজ। অনলাইনে শাড়ি বেচাকেনার মাধ্যম। সুযোগ পেলেই অংশগ্রহণ করছেন উদ্যোক্তা মেলায়। সম্প্রতি গুলশান শুটিং ক্লাব ও লেকশোর হোটেলে আয়োজিত দুটো উদ্যোক্তা মেলায় স্টল নিয়ে হাজির হয়েছিলেন তিনি। ঈদ উপলক্ষে দিচ্ছেন ২০ শতাংশ ছাড়।

শর্মীলা বলেন, মূলত ঘরে বসেই যেনো কোনো রকম হ্যাসেল ছাড়া সবাই সবার প্রয়োজনীয় পছন্দের কেনাকাটা করতে পারে সেই লক্ষে আমি দীর্ঘদিন কাজ করছি। কিউজি মূলত শর্ট নেইম। এটা আমাদের আদি পারিবারিক বিজনেস কোয়ালিটি গার্মেন্টস। আমার নিজের শো রুম ছিলো বেইলি রোড। করোনার সময় ক্লোজ করে এটিকে অনলাইন ভিত্তিক করি। এখনো তাই আছে। আগের থেকে অনলাইনে কাজ করেই আমি বেশি ভালো করছি।

সুন্দরী ও সুশ্রী শর্মীলা যোগ করেন, এটা এখন শুধু একটা বিজনেস না। একরকম বন্ধনের উৎস হয়ে গেছে। কারণ, আমি যখনই যেখানে এক্সিবিশন করছি আমার সব বন্ধুরা আসে। এসে হৈ হুল্লোড় করে শাড়ি কিনছে আনন্দ করছে–যা আমার বিজনেসের প্রধান কালার হয়ে উঠেছে। আগামীতেও এই বিজনেসটি আমি ভালো ভাবেই করতে চাই।

শর্মীলা প্রতিনিয়ত নিজের পেইজ থেকে লাইভে আসেন। ক্রেতাদের সামনে তুলে ধরেন নানারকম শাড়ি। তার পেইজের নাম QG Sarees।

পেইজ লিঙ্ক: https://www.facebook.com/QGsarees