শোবিজ বাংলা ডেস্ক : ‘অতীতের স্মৃতিচারণ করতে আনন্দ লাগে। কিছু স্মৃতি আবার কষ্টেরও। এবার যা ভালো লেগেছে, তা হলো প্রথমবারের মতো পডকাস্টে নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের কথা বললাম।’
এবারের ২১ ফেব্রুয়ারি ৭৮ পূর্ণ করে ৭৯তম জন্মদিনে পা রাখছেন দেশীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি ড্যাশিং হিরোখ্যাত মাসুদ পারভেজ সোহেল রানা।
এই কিংবদন্তির জন্মদিন উপলক্ষে ২১ ফেব্রুয়ারি রাত আটটায় Eyes On পেজ ও Eyes On YouTube চ্যানেলে তাঁর প্রথম পডকাস্ট ‘আমি সোহেল রানা’ এর টিজার উন্মুক্ত হবে। খুব দ্রুতই প্রচার শুরু হবে পডকাস্ট ‘আমি সোহেল রানা’।