‘পিনিক’-এর পোস্টারে খাঁচায় বন্দী রহস্যময়ী বুবলী

শোবিজ বাংলা প্রতিবেদক : আসন্ন ঈদ-উল-ফিতরে মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘পিনিক’ এর দ্বিতীয় পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলো গত ১৮ জানুয়ারী সন্ধা ৬ টায়। যেখানে রহস্যময়ী এক ‘বুবলি’কে ভিন্নধর্মী রূপে দেখা গেছে। খাঁচা সহ এই লুকে গভীর রহস্যের ইঙ্গিত সুস্পষ্ট। এর আগে ফার্স্ট লুক পোস্টারে ছবিটির নায়ক ‘আদর আজাদ’কে দেখা গিয়েছিল বিশাল অস্ত্র ভাণ্ডারের ভেতরে।

পিনিক-এর গল্পে রয়েছে অ্যাকশন, রোমান্স, সাসপেন্স, মিস্ট্রি এবং মনস্তাত্ত্বিক থ্রিলার। “আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম এমন চরিত্রে অভিনয় করতে যা দেখে দর্শক চমকে উঠবে! পিনিকে আমার চরিত্র ঠিক এমনই” জানান চিত্রনায়িকা শবনম বুবলি।

নির্মাতা ‘জাহিদ জুয়েল’ ছবিটি সম্পর্কে বলেন, “পিনিক দর্শকদের একটা “ঘোরের” জগতে নিয়ে যাবে।” ছবিটির প্রযোজক আশরাফ কিটু জানান, “আমাদের পিনিক আগামী ঈদে ঢাকাই বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে ঝড় তুলবে।” চিত্রনাট্যকার আখিউজ্জামান মেনন বলেন, “এই গল্প বর্তমান বিশ্ব চলচ্চিত্রের জনরা ব্লেন্ডিং সিনেমার মৌলিক চাহিদা পূরণ করবে।”

উল্লেখ্য পিনিক সিনেমায় আদর আজাদ এবং শবনম বুবলি ছাড়াও নবাগত নায়িকা কেয়া আল জান্নাহ, আলীরাজ, ফজলুর রহমান বাবু, সমু চৌধুরী, আজাদ আবুল কালাম, শরীফ সিরাজ, নাফিস আহমেদ, আফফান মিতুল, মোমেনা চৌধুরী এবং শিমুল খান সহ একঝাঁক গুরুত্বপূর্ণ অভিনয় শিল্পী অভিনয় করেছেন। ইউরো বাংলা এন্টারটেইনমেন্টের প্রযোজনায়, অভিনেতা শিমুল খানের প্রতিষ্ঠান অথবা আর্টসটেনমেন্টের সহ-প্রযোজনায় ছবিটির ডিজিটাল ডিস্ট্রিবিউশনের দায়িত্বে আছে এআর মুভি নেটওয়ার্ক।

কক্সবাজার সদর এবং রামু উপজেলায় সম্পুর্ন শ্যুটিং হওয়া এই জনরা ব্লেন্ডিং সিনেমায় এমন কিছু অভাবনীয় দৃশ্য আছে! যা দর্শক আগে কখনো দেখেনি ঢাকাই বাংলা চলচ্চিত্র ইতিহাসের কোনো ছবিতেই। পিনিক সংশ্লিষ্ট সবাই আশা করছে, আগামী ঈদে পিনিক সংশ্লিষ্ট সবাই আশা করছে, আগামী ঈদ-উল-ফিতর এ ব্যবসাসফল ছবি হবার মধ্য দিয়ে পিনিক হবে রূপালি পর্দার অন্যতম বড়ো চমক।