শোবিজ বাংলা প্রতিবেদক : বাংলাদেশ-নিউজিল্যান্ড যৌথ উদ্যোগে পরিচালিত স্যান্ড্রা ফুডস ইন্টারন্যাশনাল লিমিটেড ঢাকা শহরের অন্যতম জনপ্রিয় ও দ্রুত বর্ধনশীল রেস্তোরাঁ, বেকারি এবং ক্যাফে চেইন শপ। গত (৯ মে) ঢাকার বনশ্রী আবাসিক এলাকায় অবস্থিত স্যান্ড্রা’র আউটলেটে এক উৎসব মুখর পরিবেশে উপস্থাপক, মডেল ও উন্নয়নকর্মী সাদিয়া রশ্নি সূচনা এই চেইন ফুড শপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তার পথচলা শুরু করলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যান্ড্রা’র ম্যানেজিং ডাইরেক্ট তাজবিহ হোসেন, ডিরেক্টর ফাইন্যান্স সৈয়দা উমমুল হাফসা। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্যান্ড্রা টিম।
ফুডি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আত্মপ্রকাশ প্রসঙ্গে সাংবাদিকদের সূচনা বলেন, এটি প্রথমবারের মতো কোনো ফুড ব্র্যান্ডের সাথে অ্যাম্বাসেডর হিসেবে আমার পথচলা। স্যান্ড্রা’র প্রতিটি ফুডই মজার ও মানসম্মত। তাই একজন ফুডি ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে স্যান্ড্রার সাথে আমার জার্নিটা একই সাথে আনন্দের ও চ্যালেঞ্জিংও হবে। কারণ আমি জানি একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব অনেক।
স্যান্ড্রা’র ম্যানেজিং ডাইরেক্ট তাজবীহ হুসেইন জানান, একটা পরিপূর্ণ ব্র্যান্ড হয়ে ওঠার পিছনে অনেকগুলো মানুষের পরিশ্রম ও ভালোবাসা জড়িত। সূচনা আমাদের এই জার্নিটাকে আরও সহজ ও প্রাণবন্ত করবে। আর আমাদের চেষ্টা থাকবে, সময়ের সাথে সাথে গ্রাহককে আরও মানসম্পন্ন সেবা প্রদান করা।
উল্লেখ্য, স্যান্ড্রা ফুডসের মূলমন্ত্র হলো “লাভিং লাইফ”। অনুষ্ঠানে জানানো হয় এই সময়ে ঢাকাজুড়ে স্যান্ড্রা ফুডের ১৫টি ব্র্যাঞ্চ রয়েছে। এছাড়াও অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মগুলোতে পাওয়া যাচ্ছে স্যান্ড্রা ফুডসের সকল পণ্য।
সাদিয়া রশ্নি সূচনা দেশের বিভিন্ন টিভি চ্যানেলসহ, জাতীয় আয়োজন, কর্পোরেট শো, টিভিসি, ওভিসি, সেইসাথে ইউএনডিপি’র পডকাস্ট ও কনসাল্টেন্সিসহ বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করছেন। বর্ণিল কর্মব্যস্ত ক্যারিয়ারে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার বিষয়টি একেবারেই ভিন্ন কিছু হতে যাচ্ছে, সেই সাথে তার ক্যারিয়ারে সফলতার নতুন পালকও বলা যায়।