শোবিজ বাংলা ডেস্ক : রাজধানীর বনানীর ৬ কামাল আতার্তুক অ্যাভিনিউতে ‘বায়ো প্লাস্টিক সার্জারি ক্লিনিক’র বাংলাদেশ শাখার যাত্রা শুরু হলো গত ১১ মে ‘বিশ্ব মা দিবস’র দিন সন্ধ্যায় ‘বায়ো প্লাস্টিক সার্জারি ক্লিনিক’র বাংলাদেশ শাখার যাত্রা শুরু করতে বাংলাদেশ শাখার পরিচালক সাকিব সনেটের নিমন্ত্রণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা বিদ্যা সিনহা মিম। সাথে আরও ছিলেন ইউটিউবার সালমান মুক্তাদীর।
এমন আয়োজনে উপস্থিত থেকে বিদ্যা সিনহা মিম ছিলেন বেশ উচ্ছ্বসিত। বিদ্যা সিনহা মিম বলেন, ‘এটা ভীষণ সত্যি যে আমাদের দেশে এমন একটা বায়ো প্লাস্টিক সার্জারি ক্লিনিকের খুবই দরকার ছিল। অবশেষে এর সাথে যারা সম্পৃক্ত তারা যে আমাদের দেশের মানুষের প্রয়োজনের কথা ভেবে বাংলাদেশেও এর শাখার যাত্রা শুরু হলো। আমি এর সাথে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এ কারণেই যে এই ক্লিনিকের কারণে এখন আর এই ধরনের সার্ভিসের জন্য আর দেশের বাইরে যেতে হবে না। কষ্ট করতে হবে না আর। আরেকটি কথা না বললেই নয়, এসথেটিকসের সব ধরনের সার্ভিসই পাওয়া যাবে বায়ো প্লাস্টিক সার্জারি ক্লিনিকের বাংলাদেশের শাখায়। আমাকে এই আয়োজনে নিমন্ত্রণ করার জন্য ধন্যবাদ জানাই এই শাখার পরিচালক সাকিব সনেট ভাইকে। আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’
পরিচালক সাকিব সনেট জানান, ‘বায়ো প্লাস্টিক সার্জারি ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন মঈনুল ইসলাম। বাংলাদেশ শাখার চিফ কনসালটেন্ট হিসেবে আছেন ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: বিধান সরকার, কোরিয়া শাখার প্রেসিডেন্ট ও বাংলাদেশ শাখার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বরত আছেন ডা: ইয়ং হো সিন। ‘বায়ো প্লাস্টিক সার্জারি ক্লিনিক’ বাংলাদেশ শাখার পরিচালক সাকিব সনেট বলেন, ‘ধন্যবাদ জানাই মিম ও সালমানকে আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের শাখাটি উদ্বোধনের জন্য সময় দেয়ায়। বাংলাদেশে এই শাখার যাত্রা শুরুর মধ্যদিয়ে এক নতুন দিগন্তের শুভ সূচনা হলো।