ঢালিউডে নায়ক রূপে আফফান মিতুলের অভিষেক

শোবিজ বাংলা ডেস্ক : অবশেষে ঢাকাই সিনেমায় নায়ক হিসেবে অভিষেক হয়ে গেলো আফফান মিতুলের। বিশ্ব ভালোবাসা দিবসে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘ময়না’ সিনেমার মাধ্যমে এই নায়কের আর্বিভাব ঘটলো ঢালিউডে। মোহাম্মদ আলিম উল্যাহ খোকনের গল্পে এই সিনেমাটি নির্মাণ করেছেন মনজুরুল ইসলাম মেঘ। আফফান মিতুল জানান, ‘প্রায় এক দশক ধরে সিনেমায় ক্যারেক্টার রোলে অভিনয় করলেও মনের ভিতর ইচ্ছে ছিলো, একদিন সিনেমার নায়ক হবেন। সেই স্বপ্ন চলতি বছর ১৪ ফেব্রুয়ারি পূরণ হলো। ভালো লাগাটা অনেক বেশী কাজ করছে নায়ক হিসেবে প্রথম সিনেমাটাই দেশের সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হওয়ায়’।

শুক্রবার দেশের ১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ময়না’ সিনেমাটি, এতে আফফান মিতুল জুটি বেঁধেছেন চিত্রনায়িকা রাজ রিপার বিপরীতে। এই সিনেমায় মিতুল অভিনীত চরিত্রটি একজন সঙ্গীতশিল্পীর যার নাম ‘রনি’। প্লেবয় টাইপের এই চরিত্রে অভিনয় করে এরই মধ্যে নজর কেড়েছেন আফফান মিতুল। আপাদমস্তক সিনেমা পাগল আফফান মিতুল অভিনীত বেশ কয়েকটি চলচ্চিত্র মুক্তির মিছিলে রয়েছে, এরমধ্যে উল্লেখযোগ্য- মুনাফিক, রহস্য, আগুনের পাখি, মুক্তির ছোট গল্প. নিশ্চুপ ভালোবাসা, কাকতাড়ুয়া, ব্যাচেলর ইন ট্রিপ, জংলি, নীলচক্র। খুব শীঘ্রই আফফান মিতুল অভিনয় করবেন আলী জুলফিকার জাহেদীর ‘চলচ্চিত্র দ্য সিনেমা’ এবং তাজু কামরুলের ‘পিতৃত্ব’ শিরোনামের দু’টি সিনেমায়।

আফফান মিতুল জানান, আর ক্যারেক্টার রোলে নয়, এখন থেকে তাকে নিয়মিত নায়ক চরিত্রেই দেখা যাবে সিনেমাতে। বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ইভান মল্লিক পরিচালিত ‘মুনাফিক’ সিনেমার গান ‘পিরিতের নাও’। এই গানে আফফান মিতুলের সাথে নবাগতা শীতলের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। জানা গেছে রোমান্টিক নায়ক রূপে ‘মুনাফিক’ সিনেমায় ধরা দিবেন আফফান মিতুল।